এ’ মন হারাতে চায়!

বোরহানুল ইসলাম লিটন বোরহানুল ইসলাম লিটন

এ’ মন হারাতে চায় কাজলার ধারে
যেখানে আকাশ থাকে লম্বা কোন তালগাছে বসে,
আরক্ত বরন বলে গোধূলির আঁখি
দোয়েল বাজায় শিস বারে বারে ক্ষীণ আফসোসে।

ঘুরলে ফড়িঙ ছানা লকলকে ঘাসে
অপেক্ষার দড়ি টানা ছাগলকে ছুঁড়ে কিরে আড়ি,
চিলের পাখার পাশে খুঁজবো এ’ আমি
সাদাটে পালকে উড়া পাশাপাশি নীরদের সারি।

নীলিমার রূপ দেখে ফসলের মাঠ
যেখানে স্বপন চষে হেলে-দুলে বলাকার ঝাঁকে,
সূর্যকে বিদায় দিতে এলোকেশী চাঁদ
বিরহে আটকে থাকে চুপিসারে অশ্বত্থের ফাঁকে।

হয়তো কাঁদবে খুব বাঁশরির সুর
ক্ষণিক বাদেই যাবে মিশে ভেবে আঁধারের ক্রোড়ে,
তবুও হারাতে চাই খুব নিরজনে
হলেও শালিক ক’টা ভাঙা চালে ভীরু ধড়ফড়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন