নাজিম হিকমত

কবিতা - পল রবসন

লেখক: নাজিম হিকমত

ওরা ভয় পেয়েছে রবসন
ভয় রাত্রি প্রভাত হবার
ভয় রূপের, ভয় শব্দের, ভয় স্পর্শের।
ওরা আমাদের গান গাইতে দেয়না পল রবসন
তীব্র নিখাদে গাওয়া নিগ্রো ভাই আমার
আমরা আমাদের গান গাই ওরা চায়না
ভালবাসায় ওদের আতঙ্ক
বীজ আর মাটিতে আতঙ্ক
আতঙ্ক স্রোতের জলে।

আর কোন বন্ধুর হাতের স্মৃতি
যা চায়না কোন সুদ, কোন দস্তুরে।
যে হাত তাদের মনিবন্ধে দু’দন্ড
পাখির মত কোনদিন বসেনি।
আমাদের গান ওদের আতঙ্ক।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন