কবিতা - আই সি ইউ

লেখক: নাহিন আল-মুনতাসীর

ফিনাইলের ঘ্রাণ মেখে মেখে,
ক্লান্ত মেঘেদের অসুখ,
হার্ট বিটের অনিয়মিত ওঠানামা,
এই সবুজ এই লাল,
বিপ বিপ করে ক্লান্তির একটা দিন
যে ফ্রিজের জন্ম আইসক্রিম সংরক্ষণে,
তাতে এখন কেবল লাশেদের ত্রাস
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে
ভাড়া হয়েছে মাত্র কয়েক লাখ বছর,
তবুও চিন্তারা এবং রক্তেরা চাপ দিয়ে যায়
অনিয়ন্ত্রিত উদ্যমে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন