পাহাড়ের পর পাহাড় বাইচা,
কেজি দরে যুদ্ধ কেনো
কান্না আর দুঃখী মানুষের বাটখারায় মাপা মরণের,
ওজনে কোন হেরফের হবে না।
রক্ত রক্ত রক্ত আর আমার বাপের সারা দিনের ঘামে ভেজা জামারে তুমি পিষষা মারো চাকার তলে,টাকার তলে।
তোমর ইন্সটাগ্রাম আর ফেইসবুকের ছবির তলায়ে চাপা পড়ে পাহাড়ি মেঘ,
গাছ আর কুয়াশারা, আর কাবু হয় পাহাড়,
তোমদের ছবিতে গজায় উঠে শীতাতপনিয়ন্ত্রিত গাছ
গিলা ফেলে সাব পাহাড় আর মানুষেরে,
পাহাড় ধ্বসে কিছু পুরনো হাত পরে থাকে,
তার সেলুলার চকচকে-ভেলভেটি আলোয় চারপাশের অন্ধকার আরো আদিম থেকে আদিমতর হয়।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন