আহমেদ সজীব

কবিতা - মিনতি

লেখক: আহমেদ সজীব

দোহাই কুলহারার কুল দেবি
আমার প্রতি হইয়ো না রুষ্ট
সেই ফুলেই পূজিবো তোমায়
যে ফুলে হও তুমি তুষ্ট।

এই নিবেদন করি কাম কায়া
হিয়ার সুধা পুস্পান্জলী
এই দিলাম মরা কাষ্ঠে নলি
গ্রহণ করো তব নরবলি।

ক্ষোম, স্পর্ধা নিয়ো না দেবী
চাইনি তব শিরে ঠাই
প্রাণের বিনিময়ে হলেও যেন
চরণ তলে স্থান পাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন