দর্পণ কবীর

কবিতা - মায়াবী আগুন

লেখক: দর্পণ কবীর

আজ মুখে কোন কথাই ফুটছে না, অথচ বুকের ভেতর
কেমন উথাল-পাতাল ঢেউ, অকারণে মুগ্ধ হবার
মদিরতা, অনুচ্চারিত কাব্যের অনুরণন!
না বলা কথার মিছিল মিসিসিপি নদীর চেয়ে ঢের দীর্ঘ
হয়ে এগিয়ে যাচ্ছে তোমার দিকে, অপ্রতিরোধ্য ফল্গুধারায়।
আজ দিনের আকাশেও সকল তারার সম্মিলন, সূর্যটা
বড্ড ঝলমলে! আমার ফ্যাকাশে দুঃখগুলো পেঁজা মেঘ হয়ে
চলে গেছে দার্জিলিংয়ে-নেমতন্ন খেতে। দীর্ঘশ্বাসকে হাওয়াই জাহাজ
ভেবে পরীরা তাতে চেপে ঘুরছে মহাশূন্যে-কক্ষপথের অলিতে
গলিতে, সে কী মহাসুখে! আজ স্যাটালাইট টিভিগুলোতেও কেবলি
সুরের ইন্দ্রজাল, কথা-গানের মাদকতা। রাজনীতিবিদ বা যুদ্ধবাজের
মিথ্যাচার বন্ধ করে টিভিগুলো কোরাস কন্ঠে করছে শুধু তোমার বন্দনা।

আজ আমার কোন কথাই ‘কথা’ হচ্ছেনা। কথাগুলো
অনবদ্য কবিতা হয়ে পেখম ছড়িয়ে নিচ্ছে বারবার। বিস্ময়ের
রেশ তাড়িয়ে উদাসীনতার আড়মোড়া ভেঙে
দেখি, রোমান্টিক দ্রোহে দুয়ারে এসেছে ফাগুন।
বসন্ত প্রদ্বীপে জ্বলে ওঠেছে ভালোবাসার মায়াবী আগুন!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন