আহমেদ সজীব

কবিতা - চাওয়া

লেখক: আহমেদ সজীব

শুধু চেয়েই কেটে দেব সারাটা জীবন
হাতের উপর হাত
চোখের উপর চোখ
ফ্রেমে বাঁধা নিষ্পলক ছবির মতন
হাতের উপর হাত
চোখের উপর চোখ –
রেখে কাটে দিব সারাটা জীবন

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন