এস.এম ছাইফ উদ্দিন

কবিতা - তোমাকে বলছি….

লেখক: এস.এম ছাইফ উদ্দিন

তোমাকে বলছি….
আমি যদি নারীর দেহে আকৃষ্ট হতাম
তাহলে তোমাকেই চাইতাম না,

শুধু তোমাকে একটি বার দেখার জন্য
আমার এই হৃদয় ভেঙে হয়েছে ফানা।

তাও তুমি আমার সাথে করো অভিনয়
দেখাও কেন এতো রাগ,

তবু আমি বুকের মাঝে ফুটিয়ে তুলবো
তোমার প্রতিটি আঘাত, সাজিয়ে ফুল বাগ।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন