Amarendra sen

কবিতা - প্রিয় এস তুমি

লেখক: Amarendra sen

হৃদয়ের আনন্দ কুসুম বনে
এস প্রিয় তুমি সংগোপনে।
তোমার নয়নে নয়ন রাখিয়া
করবো নিত্য সুখের সাধনা
তোমার স্মরণে মম তনুমনে
মন্দ্রিল প্রেম আরাধনা ।
দিবস রজনী ভুলিয়া আপনি
তোমারে করিবো আপনা।
14/03/23

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন