Amarendra sen

কবিতা - এস এমন দিনে প্রিয় তুমি

লেখক: Amarendra sen

মন দিনে এস প্রিয় তুমি
যবে হৃদয় জুড়ে একই সুরে
বাজিবে তবে মঙ্গল আগমনী ||
যেমন প্রখর বৈশাখী তৃষ্ণায়
আকাশ পানে চেয়ে রয় ধরনী
তৃপ্ত হতে চায় প্রবল বরিষণে
হতে চায় শ্যামল শীতল সান্দিপনী ,
এমন দিনে এস প্রিয় তুমি ।।
যখন কিছু আর রহিবেনা চাওয়ার
রহিবে আশা শুধু তোমারে পাওয়ার
তোমার তোরে আমার সকল ভাবনারে
গাঁথি মালা প্রিয় প্রেম উপচারে
রটিব নিশিদিন তব প্রেমকাহিনী
আঁখিজলে ভাসি হইয়া চির বিরহিনী ,
এমন দিনে এস প্রিয় তুমি।।
8/4/24

২২৩
মন্তব্য করতে ক্লিক করুন