সামস রবি

কবিতা - শুনে যাও নীলা! (সংকলন; তবুও প্রেম মরে নাই)

লেখক: সামস রবি

মন মুগ্ধ হৃদয় কাঁপানো সাজে এসেছ সামনে,
কিছু বলার আগে চোখ নামিয়ে বললে- কেমন আছ?
উত্তর দেয়ার আগেই বললে, খুব সুন্দর লাগছে তোমায়!
তারপর দিয়ে গেলে তোমার নিদারুণ কথার নির্মমতা,
;-ইচ্ছে ছিল অনেক কিছু! কিন্তু জীবন প্রলাপে হেরে যাওয়া স্বার্থপর আমি!
সূর্যের বেগতিক আলোক থেকে গুটিয়ে নিতে হচ্ছে স্বপ্নলোকে থাকা দুরাশা গুলো,
সকল চাওয়া’কে দুঃস্বপ্নে ঠেলে দিয়ে।
তোমার কাছে ক্ষমা চাওয়ার কিংবা বিদায় নেওয়ার সেই দুঃসাহস আজ আমার নেই,
শুধু প্রকৃতির কাছে প্রার্থনা স্বার্থপর, লোভী এই আমি যেন আর কক্ষনো তোমার সামনে দাঁড়াতে না হয়।
তবে বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই,
আমাকে পড়তেই হবে এই চোরাবালিতে!
পুড়তেই হবে অভিশাপের বিষে।
এই প্রকৃতি তো আমাদের ভালোবাসার স্বাধীনতা দিয়েছে,
কিন্তু আপন মননের সকল ক্ষমতা দেয় নাই;
যার চারপাশে এতো এতো হৃদয়ের না বলা কথা ও আর্তনাদ পোড়া গন্ধ-
তা ডিঙ্গানোর সক্ষমতা সবার থাকে না।
শুধু অনুরোধ, কখনো ক্ষমা করো না আমায়, ঘৃণা করে যেও।
অপরাধী হয়ে বলছি খুঁজোনা আমায়, এই দেখা যেন হয় শেষ দেখা!

আমার শ্রবণ শক্তি হারিয়ে গেল আর কিছু শুনতে পেলাম না!
শেষ ক্ষণে বললে;- কিছু বলবা?
শুধু বললাম, ভালো থেকো!
বিশ্বাস কর নীলা…
আমার খুব ইচ্ছে করেছিল চিৎকার করে তোমাকে ডাকতে; শুনে যাও নীলা!
বলতে চেয়েছিলাম; এ-তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ?
তিলে তিলে গড়ে উঠা সম্পর্ক, ছোট্ট ছোট্ট ভালো লাগা,
রাগ অভিমান প্রেমের স্মৃতি, হাতে হাত রাখা স্বপ্ন,
মুহূর্তে! ভূমিকম্পের মত দাবিয়ে দিয়ে কোথায় যাও?
কিন্তু আমি করতে পারি নি তা!
আমার ভিতরে সব দুমড়ে মুচড়ে নিঃশেষ হচ্ছে!
বুক ফেটে যাচ্ছে! তবুও আমি চিৎকার করার সাহস পেলাম না!
শুধু বিষাদ গুলো আমার চারদিকে মাতম করছে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন