মাতৃহারা

মোছাঃ আয়েশা সিদ্দিকী মোছাঃ আয়েশা সিদ্দিকী

সম্পদ কিছু নেই যে আমার,
মূল্যহীন এই আমি,
মা যে আমার বড় সম্পদ!
মণিমুক্তা হীরার চেয়ে দামি।
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ,
আমার মায়ের ভালোবাসা;
তোমার অভাবেই কান্না মাগো,
তোমার হাসিতেই হাসা।
মায়ের কাছে সন্তান যেন -
দুই নয়নের মনি;
মায়ের আদর মাখা পরশ,
যেন জান্নাতের হাতছানি।
আমার কাছে মাগো তুমি,
মহামূল্যবান,
পৃথিবীতে আর নেই কিছু নেই,
মাগো তোমার সমান।
যত হাসি শত দুঃখ,
তোমার কাছেই রাখি;
ইচ্ছে করে জনম ভরে,
আমার মায়ের বুকেতেই থাকি।
আমায় ছেড়ে মাগো তুমি,
যেওনা কখনো দুরে,
কি করে থাকবো আমি;
মাগো তোমায় ছেড়ে।
আমার কাছে নেই যে কিছু,
মাগো তুমি ছাড়া ;
পৃথিবীতে জনম দুঃখী সেই,
যে জন মাতৃহারা।
নেই কোন ধন আমার ,
তবুও সুখী আমি;
সেরা ধন তুমি আমার ,
ওগো আমার মা জননী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন