যে দিন আমার কথা উপেক্ষা করে,
তোমার দীঘল কালো চুল কেটে অর্ধেক করে ফেলেছ,
সেদিনই বুঝেছি তোমার জন্য আর আমি নই।
পার্লারের কাঁচি’টা যেন তোমার চুলে নয়,
আমার বুক’টা কেটে দুই টুকরো করে দিয়েছে।
আলাদা করে দিয়েছে স্বপ্ন দেখা চোখ গুলো, ভাবনা গুলো,
আর অতীত পড়ে গেছে বিষাক্ত স্মৃতির পাতায়।
আমি তোমাকে খুঁজেছি বাঙ্গালী ললনার সাজে
দীঘল কালো খোলা চুলে শাড়ী পড়ে হাটবে আমার সামনে দিয়ে।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন