একলা আমার ঘুমের বালিশ
একলা শঙ্খচিল,
হয়তো আমায় ভুলেছে তোর
রাতের মোবাইল!

অন্য মানুষ আগলে রাখিস
এই মানুষ আজ পর,
তোর শহরের সস্তা আদর
বিজ্ঞাপনের ঝড়।

একলা একা লাস্ট বেঞ্চেই
ছিলাম আমি বেশ,
তুই এসে আজ এই আমিটার
করলি রে নিঃশেষ!

কল মেসেজের আবেগগুলো
মোটেও ভালো নয়,
অবশেষে জায়গাটা তাই
ব্লক লিষ্টেই হয়।

২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন