সুদীপ তন্তুবায় নীল

কবিতা - আড়ালেই থাকি

লেখক: সুদীপ তন্তুবায় নীল

সকালের রোদে তোর হাসিমুখ
ঘাসবিছানাতে আঁকা,
পাখিদের মতো পাতার আড়ালে
একটু লুকিয়ে দেখা।

ছোঁব না সে রোদ, যদি বা হঠাৎ
ঢেকে যায় মেঘে মেঘে!
কেন ছুঁলে তুমি?- আঁচল সরিয়ে
বলবি হঠাত্‌ই রেগে।

তাই তো এখনও আড়ালেই থাকি
কিছু নেই, কি বা দেবো!
মরণের পর তোর কাছাকাছি
পাখির জন্ম নেবো।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন