কবিতা - নীল জোছনার চাঁদ সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা রাতের আকাশে মাদুর পেতেছে নীল জোছনার চাঁদ। পাহারায় থাকি, ফিরে এলে নাকি ভেঙে আঁধারের বাঁধ! হয়তো ফিরবে, কিংবা কখনো দেখবে না চেয়ে আর। চাঁদটাই জানে এই বুকে কতো বেঁধেছি অন্ধকার! ♥ ০ পরে পড়বো ৪৮৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন