গোপন কান্না

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

গোপন ঘরে যে চুপিচুপি কাঁদে 
রাত্রি নিঝুম হলে,
কোনোদিন তাকে বোঝাতে এসো না
যন্ত্রণা কাকে বলে! 

হাসিমুখ দেখে মনে হয়- কেউ 
সুখে নেই তার মতো,
আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে 
মন ভাঙে অবিরত! 
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন