অন্য প্রেমের নদী

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

স্মৃতির শহরে এসো একদিন 
দিন ফুরোবার পরে,
দু'চোখের ভাগী হয়ে দেখো শুধু 
কতটা কান্না ঝরে! 

আজ তোমার শহরে নতুন রৌদ্র
অন্য প্রেমের নদী,
মনে কি হয় না পরিচিত পথে-
ফিরে আসতাম যদি?

গল্পের আকাশে নীল নেই আজও
মেঘেদের আনাগোনা,
ফিরে এসে তুমি হাতখানি ধরো-
একবারও বলবো না।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন