কান্নার পাশে হাসিগুলো থাকে
রাতের পাশেতে দিন,
মন্দ ছাড়া যে এই পৃথিবীতে
ভালোটা মূল্যহীন।

বিশ্বাস হেঁটে চলবে যেখানে
থাকবে অবিশ্বাস,
সর্বনাশের আদরে ভাসবে
শান্তির মরা লাশ!

এটাই জীবন, বয়ে চলা পথ
এতটাও সোজা নয়,
সুখের মিছিল দিয়ে যায় ঠিকই
কষ্টের পরিচয়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন