কবিতা - ছাড়াছাড়ি সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা রিম্-ঝিম্-ঝিম্ বৃষ্টি পড়ে ভিজলো পাখির ডানা, যন্ত্রণাদের থাকতে ভালো কেউ করে না মানা। সুখের বুকে অসুখ ধরে ভাঙছে মনের বাড়ি, সুখ পাখিটার সাথে এখন ভীষণ ছাড়াছাড়ি। ♥ ০ পরে পড়বো ২৪১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন