মৃত্যু যদি হঠাত্ই দেয়
ফেরার নিমন্ত্রণ,
ঘুম না ভাঙা সকালটাকে
করবো আলিঙ্গন।
সেদিন আমার অন্য ভুবন
অন্য পথের বাঁক,
ফিরব না আর বলতে তোকে-
একটু পাশে থাক।
মৃত্যু যদি হঠাত্ই দেয়
ফেরার নিমন্ত্রণ,
ঘুম না ভাঙা সকালটাকে
করবো আলিঙ্গন।
সেদিন আমার অন্য ভুবন
অন্য পথের বাঁক,
ফিরব না আর বলতে তোকে-
একটু পাশে থাক।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন