চরকা কাটা বুড়ি

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

চাঁদের পাড়ায় হারিয়ে গেছে
লাটাই ছেঁড়া ঘুড়ি,
আমার দুঃখে কাঁদছে চাঁদে
চরকা কাটা বুড়ি।

বুড়ির এখন বয়স তো ঢের
হিসেব রাখা দায়!
এই পৃথিবীরও বয়স লেখা
বুড়ির আঁচলটায়।

ও চাঁদ, আমার ছেলেবেলা
ওই বুড়িটার কাছে,
চরকা সুতোয় জড়ানো সব
কান্না রাখা আছে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন