সুদীপ তন্তুবায় নীল

কবিতা - মাথা আর মন

লেখক: সুদীপ তন্তুবায় নীল

মাথা আর মন- দুটি দুই পথে
কাকে ছেড়ে কাকে ধরি!
মনটা মাটিতে ফেলে না পা, আর
মাথা ডানাকাটা পরী!

মাথার কথাতে যতবার চলি
ততবার জয়ী আমি।
তবে সমাজের চোখে বিষাক্ত হয়ে
মনের দুয়ারে থামি।

মাথা হারলেই মনের হাসিতে
আবেগের তারা গোনা।
শেষে নিজের মনটা নিজের কাছেই
করে যায় প্রতারণা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন