সব হারিয়েও, যে মানুষ ধরে
হাসতে শেখার বায়না,
জীবনের পথে সে আর কখনো
হারানোর ভয় পায় না।

এমনি করেই প্রতিদিন কতো
মানুষেরা বেঁচে থাকছে,
আলোছায়া ঘেরা ব্যস্ত জীবনে
কে কার খবর রাখছে!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন