রাতের আদর, চাঁদের চাদর
দু’চোখ জুড়ে ঘুম,
তোর শহরের আদর মাখে
প্রেমেরই ক্লাসরুম।
চোখের তারা, দিচ্ছে সাড়া
বুকের মাঝে জ্বর!
চক ডাস্টার স্বপ্নগুলোর
অনেক দূরে ঘর।
একটা নদী, বইতো যদি
থাকত না আর ভুল,
তোর শরীরের গন্ধ মেখে
ফুটতো হলুদ ফুল।
অন্য আলো, বাসলি ভালো
বদলে নিলি পথ,
মন পাড়াটায় রাখলি পুষে
ভিন্ন মতামত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন