সব পেয়েছি’র জীবন

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

কখনো কখনো নিজের মনটা
নিজেকেই দেয় ধোঁকা,
প্রজাপতি হতে চেয়েছিল যারা
রয়ে গেল শুঁয়োপোকা।

রয়ে গেল কত নীরব আঁধার
আদরের ধূলো-বালি,
সব পেয়েছি'র জীবনটা যেন
কি দারুণ খালি খালি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন