ভুলে যাব ভাবি, অগোছালো স্মৃতি
আজও হল না ভোলা,
যত্নে আদরে বুকের আলনায়
এখনও রয়েছে তোলা।
তুলে রাখা যতো গোপন কান্না
এঁকে দেয় বুকে ক্ষত,
মানুষেরা তবু যন্ত্রণা পোষে
নিজের ইচ্ছে মতো!
কিছু স্মৃতি আছে বিষাক্ত ধোঁয়া
বুকের বাড়িতে থাকে,
কিছু কিছু স্মৃতি বাঁচতে শেখার
গল্পটা লিখে রাখে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন