শুভশ্রী রায়

কবিতা - প্রার্থনা রেওয়াজি

লেখক: শুভশ্রী রায়

কেউ চাইবে কেন কারণ বিহীন কারুর শুভ
কেউ কারুর ধ্বংস দেখে কেন না হয় অখুশি
এমনই মনের মেজাজ, আমরাও তো এরকম
তারপরে ঘটলে খারাপ একে আর ওকে দুষি।

বিনাশ পরের যখন ঘোর পোড়া গ্রীষ্ম কালেও
পৌঁছয় পৌষালি মাস পিঠে আর পুলি ছাড়াই
ধ্বংসের কাছে পিঠে ঋতু ঋতু সকাল-সাঁঝে
যথা রীতি মন্ত্র বলে যত পারি খারাপ তাড়াই।

সকলেই বড্ড লোভী আমরা বাদ কেন যাই
আমরা সামান্য লোক, হয়তো বা একটু ইতর
জেনেশুনে হই না খারাপ, সহজাত হৃদয়বনে
বাঘও লুকিয়ে থাকে হরিণের ছায়ার ভিতর।

আমরা এ ওর গায়ে লেগে থাকি জোঁকের মতো
মওকায় শোষণ-তোষণ টেনে নিই রসদ বাঁচার
মিলে যাই মন্ত্রপাঠে ধূপ থেকে ছাই হাল্কা পাশে
ছাড়া আছি খোশ মেজাজে মূলত জীব খাঁচার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন