ওই আসছে কু ঝিকঝিক টেরেন!
উঠে পড়েছে সবাই , ছবির মতো
অপূর্ব গ্রামের লোক ওরা- শঙ্কর,
মেঘবতী আর একখানা নরেন।
এখানে একটা অল্প উঁচু পাহাড়
ওই খানে দুষ্টু নদীর মায়া বাঁক,
তার ভেতর দিয়ে কোনো রকমে
শতাব্দী টপকে রেলের লাইন সরেন।
বড় আদরের কু ঝিকঝিক টেরেন
কোথায় যায় ঠিক বুঝি না, হয়তো
একটা কল্পনা থেকে আরেকটা
ছবির দেশে যাওয়ার উপায় করেন!
আমাদের কু ঝিকঝিক টেরেন
পাহাড়িয়া লোকজন সব চড়েন,
দূর থেকে কাছে আসা রেলপথ, না
স্বপ্নের ভেতর দিয়ে ঝমঝমিয়ে সরেন?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন