বর্ষায় অপরূপা তুমি সুন্দরী কারো
এস এস তটিনী, কাছে এস আরো।
জলভরা রূপে খালি নির্মল বাড়ো
রংটি তোমার যেন গেরি মাটি গাঢ়
সারান্ডা জঙ্গলে বড় মনটন কাড়ো!
আমাকেও একটু রঙ দিতে পারো?
এমন গেরুয়া হ’তে ইচ্ছে আমারো!

১৮১
মন্তব্য করতে ক্লিক করুন