এগিয়ে গিয়েছে কাল, মলিন হয়েছে
আলো; তাই বলে এই হৃদয়ের চারপাশে
দিতেই কি হবে বেড়া জাল?
আমি তো বেসেছি ভালো-
মন বলে
এ তো নয় ভুল
যদিও ক্লান্ত আজ অথৈ সাগর,
যদিও তোমার চোখে ভোরের বকুল।
ঝড় উঠেছিল দেশে-
ভেঙেছিল ডালপালা, ঝরেছে মুকুল-
ছিঁড়েছিল কচি পাতা, ছোট ছোট ফুল,
ব্যাকুল হৃদয়-
ভেবেছিল এই সব অশান্তির শেষে-
আসবে সুদিন,
মনে হয় আগামীর নিখিল রঙিন।
থামলো না ঝড়;থেমে গেল স্বপ্নেরা সব,
কঠোর বাস্তব-
আমাকে উড়িয়ে নিল অজানা আকাশে
তারপর কেটে গেছে অনেক সকাল
বয়েছে নদীর ধারা ভাঁটায় জোয়ারে
অবনত স্মৃতিভারে
আমি সেই গাছ ,সেই আলো, দোয়েলের শিস্,
দহিত হলো না আজও কামনার বিষ,
এসেছ যখন,
নিতে পারো এ হৃদয়, দিয়ো শিহরণ
সত্যেরে স্বীকারে মন দ্বিধা কেন এতো-
ভালোবাসা অবারিত,
এ তো নয় ভুল-
না হয় ক্লান্ত আজ অথৈ সাগর,
তবুও তোমার চোখে ভোরের বকুল।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন