মাঠির অণু দিয়া গঠন মধ্যাকার দেহ
তাহার ভিতর সুক্ষ্ম মন দ্রষ্টে না কেহ।
দেখিতে সুন্দর চেহারা গঠনও ভালো
কিন্তু মনটা জ্বলে কয়লা হয়েছে কালো।
কত স্বপ্ন দেখে ক্ষুদ্র মনা দিনও রাতে
সব ভাঙিয়া কলজা থেকে গন্ধ আসে।
গুপ্ত ঘর দূষিত হলে অনেক ঝড় আসে
তাতে দুঃখ্য থাকলে দেহও ঠিক না থাকে।
মনের ভিতর আধিপত্য সমস্থ সব আবেগ
হাসি-খুশি দুঃখ্য-কষ্ট সবকিছুর মন বেগ।
চিত্ত শুদ্ধ থাকলে কারো মনে ব্যথা দিস নারে
মন ভাঙা আর মসজিদ ভাঙা সবই তো সমানরে।

মন্তব্য করতে ক্লিক করুন