বৃক্ষে ফুটেছে নতুন পুষ্প
নব্য হে জোয়ান,
লঙ্ঘিতে হলে মহা গিরিপথ
আসিবেই তোফান।

বিপদের হাঁক দিয়েছে ডাক
করিতেছে সন্ধান,
দুর্গম রাহ কালচে আলো—
পাড়ি দিয়ো সাবধান।

শঙ্কার ক্ষণে সাহস রেখে
এনো বিজয়ের নিশান,
দূর্বারীদের ইতিহাসে নেই
পরাজয়ের অভিধান।

নব্য জোয়ান ভুলিও না তুমি
সত্যের পালোয়ান,
তোমারই হস্তে হবে অঙ্কিত
বিজয়ের জয়গান।

পৃথিবীর সব নায়ক করেছে
সঞ্চারী অভিযান,
বিপদের ঘাট ভেঙে দিয়ে, দিছে
বৃক্ষের ফিরে প্রাণ।

৩২
মন্তব্য করতে ক্লিক করুন