আমরা নবীন,আমরা কিশোর

জয় করিবো বিশ্ব ভূবন,

মেধার বিকাশ জাগবে এবার

গড়বো জ্ঞানের নতুন স্বপন।

সত্য ন্যায়ের সাথে থেকে

লড়াই করবো দেশের হয়েই,

দূর্নীতি -ঘুষ রুখবো মোরা

এমন শপথ কিশোর থেকেই।

রুখবো সে সব ভ্রান্ত বিবেক

হিংসা-অসৎ, মিথ্যা-বিবাদ,

দেশের প্রেমে ধরবো কলম

ন্যায়-ধর্ম করবো আবাদ।

দিক্ষা নিব ঐ আযাদীর

যাদের তরে দেশের মাটি

বিলিয়ে জীবন ভক্তি নিয়ে

বিশ্ব মুঠোয় ফেলি আখিঁ।

আমরা আকাশ আমরা আলো

আমরা দেশের সবাই ভালো,

দেশের স্বার্থে সবাই সমান

জাত-ধর্ম,হোক না কালো।

৩৩
মন্তব্য করতে ক্লিক করুন