আবু জাফর মহিউদ্দীন

কবিতা - শিশুরাই আগামী ভরসা

আবু জাফর মহিউদ্দীন
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আকাশের ঐ বৃষ্টির ফোঁটায়
শুকনো মাটিকে করে সবল,
গাছ থেকে অক্সিজেন লয়ে
মানব প্রানটা তাইতো সচল।

একটা ছোট শিশু এসেই
প্রেম-মানবতার আশা ছড়ায়,
মানুষের মত মানুষ হয়ে
সারা বিশ্বে আলো বিলায়।

প্রতিটি জাতির সুপ্ত বিকাশে
সকল শিশুর স্বপ্ন আছে ,
তাদের তারেই পড়ুক সমাজ
হাসি থাকুক সবার কাছে।

শিশুর জীবন, মুক্ত স্বপন
দাও সাজিয়ে ছোট্ট থেকেই,
সঠিক দিক্ষায়,ন্যায় নিষ্ঠায়
করুক সেবা বড় হয়েই।

পরে পড়বো
৪৭
মন্তব্য করতে ক্লিক করুন