ঐ দেখা যায় দুটি পাতায়
টুনটুনিটির বাসা
এই বাসা নিয়েই তাদের মনে
আছে অনেক আশা ।
বৈশাখ মাসে বাসাটি তার
নিত্য ভাঙ্গে ঝড়ে
ভাঙ্গলে বাসা আবার তারা
বানায় যত্ন করে ।
বিপদ এলে বুদ্ধি করে
সামলে তারা নেয়
সারাজীবন টুনটুনিটি
বিসর্জন অনেক দেয় ।
ধর্য ধরে নিত্য নতুন
বানায় তারা বাসা
এই বাসা নিয়ে তাদের মনে
আছে অনেক আশা ।
ছয় মাসেতে চারটি করে
ডিম তারা দেয়
বিপদ আপদ ঝড় তুফানে
ডিম, আগলে তারা নেয় ।
এত দিনের কষ্টের পরে
বাচ্ছা যেদিন হয়
মনটা তাদের ভরে ওঠে
জাগে খুশির জয় ।
বৃষ্টি হলে ফোঁটায় ফোঁটায়
বাসার ভেতর ঢোকে
টুনটুনিটি বাচ্ছাদের কে
রাখে জড়িয়ে বুকে ।
ঘুম থেকে উঠে তারা
নিত্য নতুন ভোরে
খাবার খুঁজতে, বের হয়ে যায়
দূর হতে বহু দূরে ।
ছোট্ট টুনির মনের ভেতর
আছে অনেক আশা
আশায় আশায় বানায় তারা
নতুন করে বাসা ।
মন্তব্য করতে ক্লিক করুন