গাছের ডালে ঘর বেঁধেছে
বাবুই পাখি এসে
দুজন মিলে গল্প করে
পাশাপাশি বসে

সারাটা দিন করে তারা
প্রেমের আলাপন
যতই করে গল্প গুজব
ভরেনা তাদের মন

ইচ্ছে করে বাবুই হয়ে
করি ভালোবাসা
আশায় আশায় বাঁধি আমি
বাবুই পাখির বাসা

মনের মাঝে পাখি ধরে
পুষলাম যতন করে
কখন জানি পাখি আমার
উড়ে যায় অন্য ঘরে

পাখি নিয়ে সঙা মনে
থাকি ভয়ে ভয়ে
ভয় আমার কাটলো না রে
পাখি গেল উড়ে।

আদর কইরা যে পাখিরে
পুষলাম যতন করে
উড়ে উড়ে সেই পাখিটা
গেল অন্য লোকের ঘরে।

আমার হাতের পুষা পাখি
দিল আমায় ফাঁকি
তবুও আমি মনের মাঝে
পাখির ছবিই আঁকি।

দুধ কলাদে পুষলাম যারে
পেলাম না তো তারে
আমার ঘরের পুষা পাখি
এখন, অন্য লোকের ঘরে।

পরে পড়বো
৫৮
মন্তব্য করতে ক্লিক করুন