ছায়ায় ঘেরা মায়ায় ভরা
সবুজ শ্যামল দেশ
অপরূপ এ সাজে তোমায়
লাগছে অনেক বেশ ।
যেই না আসে ঋতুর রাণী
শরৎ যখন হাসে
মাঠ, ঘাট, চড় ভরে যায়
সদ্য ফুটা ফুল কাশে ।
ঘাসের বুকে যখন পড়ে
প্রদীপ্ত সূর্যের আলো
চোখ জুড়ানো সেই দৃশ্যটা
দেখতে অনেক ভালো ।
বিকাল বেলার ক্লান্ত পাখি
ব্যস্ত হয়ে যায় উড়ে
তাকিয়ে দেখি কোথায় যায়
কোন প্রদেশের নীড়ে ।
পাখিগুলো করবে যখন
লাল সবুজের গান
গান শুনে আসবে তখন
খুশির জোয়ার বান ।
মুখরিত হয় চারিদিক
রাখালের বাঁশির সুরে
দেখতে অপরূপ এ দেশ
সাত সকালের ভোরে ।
কেয়া তরী চলছে জুড়ে
মাঝির গানে গানে
বিকালের স্নিগ্ধ বাতাস
আমায় যেন টানে ।
ধানে গানে মায়ায় ভরা
আমার সবুজ দেশ
তোমার রূপের বর্ণনা
হবে না কখনো শেষ ।
চাঁদনি ভরা রাতের আলোয়
দেখতে লাগে বেশ
তুমি আমার ভালোবাসার
সোনার বাংলাদেশে ।
মন্তব্য করতে ক্লিক করুন