চলেগেছে কাজী নজরুল
রেখেগেছে তার কলম
জুলুম,শোষণ আছে যত
আছেএসবের মলম ।
তুমিদাশ, তুমি অসহায়
শরীরেনেই কি বল ?
যতদিন এই কলম আছে
নিজেকেভেবো না দুর্বল ।
অস্ত্রেপারো না তো কি হয়েছে ?
কলম তুলেনাও হাতে
অস্ত্রের চেয়েশত গুন তেজ
কলমের মাঝেআছে ।
দাসত্ব শৃঙ্খলেআবদ্ধ যারা
তুল,গণ বিদ্রোহী সুর
মিথ্যার চাদরেঢাকা রাত্রি,
পেরিয়েআসবে ভোর ।
কবিনজরুলের কলম
গরীবের হাতিয়ার সত্য
জয়ের পক্ষে তুমি
গর্জন করো আবার ।
০
১
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন