শিক্ষক হলো এই যুগের
শ্রেষ্ট কারিগর
কষ্ট করে অনবরত
চেষ্টা দিয়ে অন্তর ।

যতসব আছে দুলাল
বাংলা মায়ের রতন
ডাক্তার বানায় বিজ্ঞানী বানায়
কত করিয়া যতন ।

সঠিক পথে চালায় তারা
দেখায় সফলতার মুখ
শিক্ষার্থীর সফলতায় পায় সুখ
আর ব্যর্থতায় পাই দুখ ।

নীতি শিক্ষা শাস্ত্র শিক্ষা দিয়া
শিক্ষার্থীকে জ্ঞানী করে তোলে
যতসব ডাক্তার পন্ডিত আছে
শিক্ষক,তার সফলতার মূলে ।

শিক্ষক,নিজের প্রদীপ দিয়ে
অন্যকে আলোকিত করে
নিজ স্বার্থ বলী দিয়ে
পরের স্বার্থে মরে ।

আমরা যারা ছাত্র আছি
শিক্ষককে সম্মান করি
শিক্ষকের মত আমরা সবে
পরের স্বার্থে মরি ।

১৭
মন্তব্য করতে ক্লিক করুন