কবিতা - পরীক্ষা

লেখক: মো:আজহারুল ইসলাম তালহা

পরীক্ষা হয় যদি কঠিন
কমে যায় ছাত্রদের প্রোটিন
হয়ে যায় তারা নার্ভাস
লুকিয়ে করে তারা কার সাজ।

করতে যদি না দেয় দেখাদেখি
শুরু হয়ে যায় তখন বকাবকি
যদি কেউ না হয় সফল
কপালে আছে তার অনেক কুফল।

চোখ দিয়ে যখন আসে পানি
গুনতে হয় বছর খানিকের গ্লানি
গ্লানি মুছে কেউ যায় এগিয়ে
মেয়েরা করে নেয় বিয়ে।
ছেলেরা করে কর্ম দূর দূরান্তে গিয়ে।

কেউবা মরে গলায় দিয়ে দড়ি
এখন শুধু পড়ি,পড়ি আর পড়ি।
যে মোদের দিয়েছে শিক্ষা
তার নামই হলো পরীক্ষা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন