তুমি হবে আমার

এ কে দাস মৃদুল এ কে দাস মৃদুল

মধ্যাহ্নের কঠিন সূর্য তাপে যদি,
বসন্তের নানা রঙের ফুল,
অনাদরে ঝরেও যায়,
শুধু তোমাকে,
ফুলের চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

গগনের দীপ্ত রূপালী চাঁদ যদি,
একরাশ কালো মেঘের আড়ালে,
নিমেষে হারিয়েও যায়,
শুধু তোমাকে,
চাঁদের চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

ভোরের আকাশের লাল সূর্যটা যদি,
উদয়ের রক্তিম আভায় পূর্ব দিগন্তে,
কখনো নাও উঠে,
শুধু তোমাকে,
সূর্যের চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

ঐ দূর সৈকতের নীল সাগর যদি,
রাতের আঁধারে চুপিসারে কোথাও
বিলীন হয়েও যায়,
শুধু তোমাকে,
সাগরের চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

ভূমিকম্পের ভয়াল কম্পন তরঙ্গ যদি,
বসত বাড়ি দুমড়ে মুচড়ে
ধ্বংস করেও দেয়,
শুধু তোমাকে,
বসতির চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

ঐ দূর পাহাড়ের চঞ্চল ঝরণা যদি,
মহাশূন্যের কোন অনন্ত নক্ষত্রে,
অগোচরে হারিয়েও যায়,
শুধু তোমাকে,
ঝরনার চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য যদি,
ঘূর্ণিঝড়ের প্রবল আঘাতে,
বিনষ্ট হয়েও যায়,
শুধু তোমাকে,
প্রকৃতির চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।

শুধু ভালোবাসার জন্য প্রিয়তমা যদি,
পৃথিবীর যা কিছু সুন্দর তার সব কিছু,
বিলুপ্ত হয়েও যায়,
শুধু তোমাকে,
প্রাণের চেয়েও ভালোবাসি বলে,
তুমি হবে আমার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন