Amarendra sen

কবিতা - আজ ভরা শ্রবণের দিনে

Amarendra sen

আজ ভরা শ্রবণের দিনে
ফিরে ফিরে আসিছে মনে –
গহন হৃদয়ের সেই ক্ষনে
তারে মন ডেকে আনে ;
স্মৃতির মেঘে হিল্লোল লেগে
আসে ভেসে হেসে হেসে
তারে বাধা যায়না দেওয়া
আজি এই শ্রাবনের বর্ষণে।
চেয়ে চেয়ে দেখি স্থির নয়নে
দাড়ায়ে আছ মনের বাতায়নে
সেই আগের মতো মুগ্ধ নয়নে
মধুর লাগে স্মৃতির শিহরনে ।

৩৯
মন্তব্য করতে ক্লিক করুন