আজ ভরা শ্রবণের দিনে
ফিরে ফিরে আসিছে মনে –
গহন হৃদয়ের সেই ক্ষনে
তারে মন ডেকে আনে ;
স্মৃতির মেঘে হিল্লোল লেগে
আসে ভেসে হেসে হেসে
তারে বাধা যায়না দেওয়া
আজি এই শ্রাবনের বর্ষণে।
চেয়ে চেয়ে দেখি স্থির নয়নে
দাড়ায়ে আছ মনের বাতায়নে
সেই আগের মতো মুগ্ধ নয়নে
মধুর লাগে স্মৃতির শিহরনে ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন