Amarendra sen

কবিতা - আকাশ এস কুসুমের মতো

Amarendra sen
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

যা কিছু চেয়েছি পাইনি কিছুই
কতনা ভেবেছি অনেক,
শুধু মিশে গেছে ব্যাস্ততা , চিন্তা –
আর রাশি রাশি উদ্বেগ ;
মানুষ হয়ে শুধু চেয়েছি শান্তি –
সুখী হতে মনে চায় যত,
সব আশার সফল পরিণতি হোক –
আকাশ এসে কুসুমের মতো।
ছুটে চলেছি যুদ্ধক্ষেত্রে অবিরাম –
অক্লান্ত অশ্রান্ত মনের অশ্বখুরে,
নাই লক্ষ্য জয়ের, নাই কোনো বিরাম,
মনরাজ্যে লিপ্সাস্বর্গ ঘুরে ঘুরে।
বিবেক মাগে মায়ের স্নেহের মতো
শান্ত শীতল তৃপ্তির আঁচল,
মনলিপ্সার শির অনন্ত অভীপ্সা অধীর
করে তোলে হৃদয় তল –
চির অতৃপ্ত অশান্ত চির চঞ্চল ,
ছুটে চলি উল্কার গতিতে –
এক নিভতে না নিভতেই নব লিপ্সায়,
মরনের পারে উন্মাদ মতিতে ।

পরে পড়বো
১৯৩
মন্তব্য করতে ক্লিক করুন