সংখ্যায়নী গতি
ক্ষনে ক্ষনে প্রতি ,
শক্তি সৃষ্টি বীজ
ছড়ায় অসীমের
রন্ধ্রে রন্ধ্রে ;
গড়ে ওঠে
আনন্দ স্রোতে,
অনন্ত রকমে
স্বঅনুধ্যায়ে
ছন্দে ছন্দে ।
বন্দি শক্তি
অনন্ত ধুলায়
বারুদের মতো
অন্তরে ক্ষয়ে যায়
ধীরে ধীরে ;
সময়ের পদে
মুক্তি উল্লাসে
ফিরে ফিরে যায়
অনন্তের বুকে
আপনার নীড়ে।
৬৯

মন্তব্য করতে ক্লিক করুন