Amarendra sen

কবিতা - আসবেকি জীবনে জ্যোস্না প্লাবিত হাঁসি

লেখক: Amarendra sen

জীবনের পড়ন্ত বেলায়
অনলস সুখের নেশায়
আশায় অবসন্ন আঁখি
জীবন যৌবনের ঝঞ্ঝারাগ
অবসন্ন অচল অপরাগ
মগডালের ঝোড়ো পাখি।
সুখের পালক মেলে
স্বস্তির নিঃশাস ফেলে
শুধু যারা অতি ভাগ্যবান ;
মেটেনা সেই আশা
চেয়ে চেয়ে দুরাশা
আশাহত গায় বেদনার গান।
শুধু কি চির বৈশাখী ঝড়
বয়ে যাবে জীবন সরোবর ?
শরতের সন্ধ্যা আসি
কখনো হবে কি শান্ত নির্মল
সুবাসিত বাতাসে সুকোমল
চিন্তাহীন জ্যোস্না প্লাবিত হাসি ?
শুধু ঘন দীর্ঘশ্বাসে
বেদনার হাহুতাশে
ডুবে যায় আঁধারে পড়ন্ত বেলা
এমনি করেই কাউকে না বলে
বিনা দোলে বিনা হিল্লোলে
শেষ হয়ে যায় জীবনের খেলা

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন