প্রিয় গিয়াছে শুকায়ে ফুল
বসেছিনু লয়ে তব পথ চাহি ,
হৃদয়ের ফুল শুকাইলনা তবু
আজো চেয়ে রয় আশা নীর বাহি।
যে ফুল একবার ফোটে
মনের চাওয়া মুকুল হতে
ভুলিয়া গেলেও ঝরেনা কভু
যায়না মূর্চ্ছা সময়ের স্রোতে ,
রয়ে যায় মনের গহনে
আবেশ তারি জনমে জনমে
বাসনার আশা নীর বাহি
জনমে মরণে বিনাশ নাহি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন