প্রিয় শুকাইল আঁচলের ফুল
বসেছিনু লয়ে তব পথ চাহি ,
হৃদয়ের ফুল শুকাইলনা তবু
ঘুমঘোরে আঁখি বাধে তবু নিঁদ নাহি ।
যে ফুল একবার ফোটে
মনের চাওয়া মুকুল হতে
ভুলিয়া গেলেও ঝরেনা কভু
যায়না মূর্চ্ছা সময়ের স্রোতে ,
রয়ে যায় মনের গহনে
আবেশ তারি জনমে জনমে
বাসনার আশাপথ চাহি
জনমে মরণে তার বিনাশ নাহি।
৩১৯
আবৃত্তি করেছেন:
অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করতে ক্লিক করুন