Amarendra sen

কবিতা - আসক্তি

Amarendra sen
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

মিঠা খেয়ে মধুমেহ হলে
তবু মধু খেতে চাই
যেথায় আপাত সুখ আছে
আসক্তিতে করি তাই ,
মদিরা পানে মাতাল হই
কত ফুর্তি বল সই
পানের আগে মনে থাকেনা
দেহমনের যাতনা
পানাসক্তি ডেকে আনে শুধু
রোগ ব্যাধি বিড়ম্বনা ;
শুধু আসক্তির বিবসতায়
মিটাতে মনের আশ
রাতদিন করি কাজ অর্থহীন
আনতে জীবনে সর্বনাশ।
মরু বাহি উটের মতন
খুঁজে খুঁজে করি যতন
কাটাঘাতে হোকনা রোদন
নিজ রুধীরে করিতে ভোজন।

পরে পড়বো
৩৬৩
মন্তব্য করতে ক্লিক করুন