Amarendra sen

কবিতা - বদলে যায়

Amarendra sen
শনিবার, ১২ জুলাই ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

মনে পরে সেদিনের সেই ছেলেবেলা
উত্তাল কোলাহল মত্ত শিশুর দল
আনন্দে খেলেছি কত,
সেই খানে গেলে শিশুরা সব মিলে
কত যে আনন্দ হোত।
মনে মনে অনুভবে খুশি হই আজো –
কিন্তু মূল্যহীন হয়ে গেছে,
সেই মিলনের কোলাহল-খেলাঘর
আনন্দের নিকেতন।
জীবন বদলে যায় সময়ের সাথে
মূল্যহীন হয়ে যায় -যা ছিল একদিন
পরম সুখের ধন।
এমনি করেই সময়ের সাথে বদলে যায়
মনের ইচ্ছা জীবনের চাহিদা
যদিও মানুষের পরিচয় একি রয়
বদলে যায় চেহারায়
আর বদলায় মন ।

পরে পড়বো
৮১
মন্তব্য করতে ক্লিক করুন