মনে পরে সেদিনের সেই ছেলেবেলা
উত্তাল কোলাহল মত্ত শিশুর দল
আনন্দে খেলেছি কত,
সেই খানে গেলে শিশুরা সব মিলে
কত যে আনন্দ হোত।
মনে মনে অনুভবে খুশি হই আজো –
কিন্তু মূল্যহীন হয়ে গেছে,
সেই মিলনের কোলাহল-খেলাঘর
আনন্দের নিকেতন।
জীবন বদলে যায় সময়ের সাথে
মূল্যহীন হয়ে যায় -যা ছিল একদিন
পরম সুখের ধন।
এমনি করেই সময়ের সাথে বদলে যায়
মনের ইচ্ছা জীবনের চাহিদা
যদিও মানুষের পরিচয় একি রয়
বদলে যায় চেহারায়
আর বদলায় মন ।

পরে পড়বো
৭২
মন্তব্য করতে ক্লিক করুন